গত এক মাস ধরে ঝাড়গ্রাম জুড়ে হাতির হামলায় চরম আতঙ্ক। বহু প্রাণ হানীর ঘটনার পর সেখান থেকে বনদপ্তরের তাড়ানোয় কারণে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করল ৮০ টি হাতি। এক রাতেই প্রবেশ করে দুটি বাড়ি ভেঙে তছনছ, মাড়িয়ে নষ্ট করে দেওয়া হল সদ্য রোওয়া ধানের জমি। খুনি হাতিদের হাত থেকে মানুষকে বাঁচাতে চিলগোড়া এলাকায় সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে বন কর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলা থেকে বুধবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরে দুটি ভাগে ভাগ হয়ে প্রবেশ করেছে হাতির দল। যার একটিতে আছে ৬০ টি, আর একটিতে রয়েছে ১৮ টি। তারপরেও রয়েছে বেশ কয়েকটি দল বিচ্ছিন্ন হাতি। কত এক মাসে ঝাড়গ্রাম জেলাতে প্রায় ৮ জনকে খুন করেছে এই হাতির পাল। সেই পাল প্রবেশ করেই মেদিনীপুর সদর ব্লকের শির্ষী বৃহস্পতিবার ভোরে শির্ষী এলাকায় বড় দুটি মাটির বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। হাতি দেখে কোনক্রমে পালিয়ে রক্ষা পেয়েছে বাড়ির লোকজন।
বিশাল হাতির পাল এলাকার বহু সদ্য রোওয়া ধানের জমিতে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে। চরম ক্ষতি দেখে হতাশ স্থানীয় কৃষকেরা। অন্যদিকে ঝাড়গ্রামের মত যাতে জঙ্গলের রাস্তায় মানুষকে হাতি মেরে না ফেলতে পারে তার জন্য আতঙ্কে আগে থেকেই চিলগোড়ার রাস্তাতে পাহারা বসিয়ে দিয়েছে বনদপ্তর। বন আধিকারিক ও বিভিন্ন কর্মীরা সকাল থেকেই ওই রাস্তায় যাওয়া লোকজনকে ঘুরিয়ে দিচ্ছে অন্য পথে। ঘটনার জেরে আতঙ্কিত মেদিনীপুর সদরের জঙ্গল মহলের লোকজন সহ বনদপ্তরের কর্মীরাও।