A Doctor affected by COVID-19 in Delhi
দেশ স্বাস্থ্য

করোনায় আক্রান্ত দিল্লির চিকিৎসক

দিল্লি সরকারের মহল্লা ক্লিনিকের চিকিৎসকের দেহ মিলল নোভেল করোনার অস্তিত্ব। খবর স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। ওই চিকিৎসক রোগী দেখতেন মৌজপুরে। গত ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ওই ক্লিনিকে যেসব রোগী এসেছিলেন তাঁদের কোয়ারেন্টাইনে যেতে বলেছে প্রশাসন। ওই চিকিৎসক বিদেশে গিয়েছিলেন অথবা কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন কিনা তা এখনও জানা যায়নি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, গত ২৪ ঘণ্টার দিল্লিতে ৫ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। রাজধানীতে রোগীর সংখ্যা বেড়ে হল ৩৫। ফলে গোটা দিল্লি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানে রাস্তায় এখন পুলিশ মোতায়েন করা রয়েছে। যাতে বাড়ির বাইরে কেউ বেরতে না পারে। করোনা ঠেকাতে এখন উঠে পড়ে লেগেছে দিল্লির প্রশাসন।
দেশজুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ার পর দিল্লির বিভিন্ন এলাকায় দুধ, সবজি–সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, ওইসব জিনিসের কোনও অভাব হবে না। প্রয়োজনে ১০৩১ নম্বরে ফোন করুন। এখানে ফোন করলে নির্দিষ্ট স্থানে খাবার পৌঁছে দেওয়া হবে।