দার্জিলিং: বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া গেল উত্তরবঙ্গের ন্যাওরা ভ্যালির জঙ্গলে। সম্প্রতি জঙ্গলে লাগানো ট্র্যাপ ক্যামেরায় একটি ব্ল্যাক প্যান্থার বা কালো চিতার ছবি ক্যামেরাবন্দী হয়েছে। রয়াল বেঙ্গলের পর এবার ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়ার ঘটনায় উচ্ছ্বসিত গরুমারা বন্যপ্রাণী বিভাগের বন আধিকারিকরা। উল্লেখ্য, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় একসময় কালো চিতার দেখা মিলত। কিন্তু জঙ্গল কেটে গাছ পাচার এবং চোরা শিকারির দৌরাত্ম্যে কালো চিতা প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছে। তবে ন্যাওড়া ভ্যালির গভীর জঙ্গলে এর অস্তিত্ব আগেই টের পাওয়া গিয়েছিল। কিন্তু এবার বন দফতরের লাগানো লুকোনো ক্যামেরায় ধরা পড়ল এক পূর্ণবয়স্ক কালো চিতার ছবি। তবে জঙ্গলের ঠিক কোন এলাকায় ওই কালো চিতাটিকে দেখা গিয়েছে সেটা জানানো হয়নি বন বিভাগের গরুমারা রেঞ্জের তরফে। তবে কালো চিতার প্রমাণ পাওয়ায় উল্লসিত বন কর্মীরা।
বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, আদতে এই প্রাণীগুলি চিতা বাঘই। কিন্তু জিনঘটিত কারণে তাদের গায়ে হলদে রং ফুটে ওঠে না। কালো বা গাঢ় ধূসর বর্ণের হয় এই বিশেষ প্রজাতির চিতা বাঘ।সাধারণত দিনের আলোয় এই কালো চিতাদের দেখা পাওয়া যায় না। বন বিভাগের দাবি, পাহাড়ের জনমানবহীন দুর্গম এলাকায় ওই কালো চিতাবাঘদের বসতি রয়েছে। এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মহাকাল পাহাড়ে একজোড়া কালো চিতাকে ঘুরতে দেখেছিলেন ট্রেকিংয়ে যাওয়া একদল পর্যটক। তাঁরা কয়েকটি ছবি ক্যামেরাবন্দিও করেছিলেন। এক বছর পর ফের জঙ্গলে থাকা লুকোনো ক্যামেরায় ধরা পড়ল ব্ল্যাক প্যান্থার।
You must be logged in to post a comment.