জেলা ব্রেকিং নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ৬ যাত্রী

বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ বনগাঁ গামী একটি অটো পাইকপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পাল্টি হয়ে যায়। সেই সময় ওই অটোতে ড্রাইভার সহ মোট ৭ জন ছিলেন। অটো উল্টে গেলে যাত্রীরা সকলেই অটোর নিচে চাপা পড়ে যান। এরপর স্থানীয়রা দ্রুত ছুটে এসে গুরুতর আহত পাঁচজন যাত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পাঁচ জনের মধ্যে ২ শিশুর মাথায় ও গায়ে চোট লাগে। তারা সঙ্কটজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

অটোচালক সঞ্জিত সরকারের বক্তব্য অনুযায়ী, বাগদা থেকে ৬ যাত্রী নিয়ে বনগাঁ-বাগদা সড়ক ধরে বনগাঁয় আসছিল অটোটি। সেই সময় পাইকপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়েছিল এবং হঠাৎ করেই অটোর সামনে একটি কুকুর দৌড় আসায় অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অটোটি যাত্রী বোঝাই অবস্থায় উল্টে যায়। যার পরিণতিতে অটোচালক ও যাত্রীসহ সকলেই অটোর নিচে চাপা পড়েলে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করেন। যাত্রীরা জানান, টার্নিং -এ মোড় নেওয়ার সময় যখন কুকুরটি অটোর সামনে চলে আসায় এই দুর্ঘটনাটি ঘটে। দিয়ে যাচ্ছিল সে সময় অটোর গতিবেগ বেশি ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া ব্রিজ সংলগ্ন ওই এলাকায় ৬ জন যাত্রী নিয়ে বাগদা থেকে আসা অটোটি মোড় ঘোরার সময় সামনে একটি কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি পালটি হয়ে যায়। সঙ্কটজনক অবস্থায় প্রাথমিকভাবে একজন শিশুকে বনগ্রাম মহকুমা হাসপাতালে পাঠান স্থানীয়রা এবং পরবর্তীতে আরো ৪ জনকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহত সকলেই এখনও বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।