করোনা সংক্রমনের রিপোর্ট রাজ্য লিড নিউজ

রাজ্যে একদিনে আক্রান্ত ৫১১, চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন

করোনাকে নিয়ন্ত্রণে আনতে সদা তৎপর রাজ্য। টিকা করণের উপর ভর করে করোনা যুদ্ধে এগিয়ে চলেছে গোটা বাংলা। রাজ্য সংক্রমণ অনেকটাই কমেছে। স্বাস্থ্য দপ্তরের শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১১ জন। করোনা আক্রান্তদের মধ্যে ১৬৩ জন কলকাতার। দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথমে ওই জেলা। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৯৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। এখানে সংক্রমিত ৪৭ জন। চতুর্থ স্থানে রয়েছে হুগলি। সেখানে সংক্রমিত ৪৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,১৫, ৩৭৮।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার প্রাণ হারিয়েছেন ১১ জন। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৪৩৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৭১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৮৮, ১৭২। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.১১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

টিকাকরণকে হাতিয়ার করেই করোনা যুদ্ধে এগোনোর চেষ্টা করছে রাজ্য। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১২২ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।