ব্রেকিং নিউজ লাইফস্টাইল

মাত্র ১৫ হাজার বিনিয়োগেই ৩ মাসে ৩ লাখ আয়, জেনে নিন

আপনার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে? আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে তার সর্দি কাশি লেগেই আছে? ভাবছেন কী করবেন? রোজ সকালে তুলসী পাতার রস আর মধুর মিশ্রণ খাওয়ান। অব্যর্থ ফল পাবেনই পাবেন। তবে তুলসী এখন আপনার বাচ্চার শরীরকেই শুধু চনমনে করে তুলবে না পাশাপাশি আপনার পকেটও ভরাবে। কীভাবে? জেনে নিন

আপনি মাত্র স্বল্প কিছু টাকা খরচ করে তুলসী চাষ করে অনেকটা লাভবান হতে পারেন। এই ব্যবসার জন্য তুলসী চাষে আপনার খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। চওড়া জমিতে চাষ করতেও হয় না। আপনি মাত্র পনেরো হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন।

তুলসী চাষে বীজ বপনের পর ফসল ঘরে তুলতে বেশিদিন অপেক্ষা করতে হয় না। তুলসীগাছ মাত্র তিন মাসেই পূর্ণতা প্রাপ্ত হয়ে যায়। আনুমানিক পনেরো হাজার টাকা খরচ করেই কমবেশি ৩ লাখ টাকা লাভ করা সম্ভব। এমনিতেই তুলসী একটি গুরুত্বপূর্ন আয়ুর্বেদিক উপকরণ। প্রায় সব আয়ুর্বেদিক পণ্য কোম্পানির কাছেই তুলসী গাছের প্রয়োজন। ডাবর, বৈদ্যনাথ, পতঞ্জলির মত নামজাদা অনেক কোম্পানিই তুলসীর কন্ট্রাক্ট ফার্মিং করে। তাই মাত্র ৩ মাসে ৩ লাখ টাকা লাভ করা বেশ সহজ।

তুলসী চাষের নিয়মানুযায়ী, গাছের পাতা বড় হলেই এই গাছ কাটা হয়। যখন এই গাছগুলিতে ফুল ফোটে, তখন তাদের মধ্যে তেলের পরিমাণ কমে যেতে থাকে। তাই এই গাছগুলিতে ফুল ফোটা শুরু হওয়ার সাথে সাথে গাছ কাটা প্রয়োজন। বীজ বপনের তিন মাস পর গাছ খুব বেশি উচ্চতা পাওয়ার আগেই কেটে ফেলা ভাল। যাতে শীগ্রই গাছে নতুন শাখা আসতে পারে।

সাধারণত, জুলাই মাসে তুলসী চাষ করা হয়। এই চাষে সামান্য সেচের প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মত, ফসল তোলার ১০ দিন আগে সেচ দেওয়া বন্ধ করতে হয়। তাই বিশ্ব-মন্দার বাজারে আর দেরি না করে আপনি অল্পদিনে, অল্প বিনিয়োগে সন্তোষজনক লাভের মুখ যদি দেখতে চান, তাহলে একবার এই ব্যবসা শুরু করতেই পারেন।