বিনোদন লিড নিউজ

২১ বছর পর, মিস ইউনিভার্স ভারতের হারনাজ

বিশ্ব মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল চণ্ডীগড়ের মেয়ে। ২১ বছর পর  মিস ইউনিভার্সের মঞ্চে ফের একবার বিজয়ীর নাম ঘোষণার সময় উচ্চারিত হল ভারতের নাম। ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার শিরোপা উঠল ২১ বছর বয়সী হারনাজ সান্ধুর মাথায়।

চলতি বছরের প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯ দেশের সুন্দরীদের পেছনে ফেলে মিস ইন্ডিয়া ইউনিভার্স মুকুট ছিনিয়ে নিলেন হারনাজ। চূড়ান্ত পর্বে মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরিয়া এবং মিস সাউথ আফ্রিকা লালেলা মেসওয়ানে-কে পিছনে ফেললেন হারনাজ। ফার্স্ট ও সেকেন্ড রানার আপ হয়েছে যথাক্রমে প্যারাগুয়ে এবং দক্ষিণ আফ্রিকার নাদিয়া ও লালেলার মাথায়।

হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল। সেরার তাজ মাথায় পরে মাতৃভাষাতেই প্রথম প্রতিক্রিয়া দিলেন পঞ্জাবি বিউটি কুইন হারনাজ।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন মিস ইন্ডিয়া, সুস্মিতা সেন। ছয় বছর পর লারা দত্ত। তারপর গত ২০ বছরের অপেক্ষার ইতি টানলেন হারনাজ।

হারনাজ বলেন, “আজকের তরুণরা যে সবচেয়ে বড় চাপের সম্মুখীন হচ্ছে, তা হল নিজের প্রতি বিশ্বাস রাখা। আপনি অনন্য তা জানা আপনাকে সুন্দর করে। অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন এবং বিশ্বব্যাপী ঘটছে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলুন। বেরিয়ে আসুন, নিজের জন্য কথা বলুন, কারণ আপনি আপনার জীবনের নেতা। তুমি তোমার নিজের কণ্ঠস্বর। আমি নিজেকে বিশ্বাস করতাম আর তাই আজ এখানে দাঁড়িয়ে আছি।”