রাজ্য লিড নিউজ

ইডির হানায় উদ্ধার ২০ কোটি টাকা

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার ১৩টি জায়গায় অভিযান চালায় ইডি। জানা গেছে, ইডির হানায় উদ্ধার হয়েছে প্রায় ২০ কোটি টাকা। অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি টাকা। ডায়মন্ড সিটির অভিজাত আবাসনে অর্পিতার বাড়ি। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। এছাড়াও, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও যায় ইডি আধিকারিকরা। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলীর বাড়িতেও তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি। এছাড়াও উত্তর ২৪ পরগনার বাগধার চন্দন মন্ডল এর বাড়িতেও তদন্তে আসে ইডিয়ে আধিকারিকরা। ইডি-র হঠাৎ তৎপরতায় হইচই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে।