খেলাধুলা ব্রেকিং নিউজ

২ – ০ গোলে জয় লাল হলুদ ব্রিগেডের

বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে বিপক্ষ খিদিরপুরকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। লাল হলুদের পক্ষে গোল দেন তুহিন দাস ও আমন সিকে।

এদিনের ইস্টবেঙ্গলের সেরা একাদশে ছিলেন মহম্মদ নিশাদ, তুহিন দাস, শুভেন্দু মাণ্ডি, গুরসিমরাত গিল, মহম্মদ রফিক, শৌভিক চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, দীপ সাহা, আমন সিকে, কুশ ছেত্রী ও অভিষেক কুঞ্জম।

কলকাতা লিগে ইস্টবেঙ্গল খেলাচ্ছে জুনিয়র তারকাদের। সিনিয়র দল নিয়ে খেলবে ডুরান্ড কাপ ও আইএসএলে। লিগে কোচ বিনো জর্জ জুনিয়রদের দেখে নিচ্ছেন। এই দলেরই বেশকিছু ফুটবলার সিনিয়র দলেও স্থান পাবেন।