দেশ ব্রেকিং নিউজ

জম্মু ও কাশ্মীরে পথ দুর্ঘটনায় নিহত ১১

জম্মু ও কাশ্মীরে যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। উপত্যকার ডোডা জেলার থাতরি এলাকার এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন প্রায় ১২ থেকে ১৫ জন। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী এসে উদ্ধার কাজ চালাচ্ছে। 

উদ্ধারকারী দল আসার আগেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে দেয় স্থানীয় বাসিন্দারা। পরে উদ্ধারকারী দল এসে বাসের ভিতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

মনে করা হচ্ছে, বাঁক ঘুরতে গিয়ে কোনো ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক. আর তারপরই বাসটি খাদে গড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।