ভারত–বাংলাদেশ সীমান্ত জুড়ে বসতে চলেছে নতুন বেড়া। পুরনো বেড়া সরিয়ে নিয়ে নতুন অত্যাধুনিক বেড়া লাগানো হবে বলে সূত্রের খবর। এই বেড়া একদিকে যেমন আধুনিক তেমনই তা কেটে দেওয়াও খুব কঠিন বলে খবর। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ঠেকাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সিএএ কার্যকর করার পর এপার থেকে অনেকে ওপারে চলে যাচ্ছে বলে শোনা গিয়েছিল। অন্যদিকে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় পোস্টে হামলা চালায় পাক রেঞ্জার্সরা। জম্মু–কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় পোস্ট লক্ষ্য করে মর্টার–হামলা চালানো হয়। আচমকা এই হামলায় দু’জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন।
সূত্রের খবর, ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় এই নয়া ধাঁচের বেড়া লাগানো পাইলট প্রজেক্ট হিসাবে নেওয়া হয়েছে। লাঠিটিলা–শিলচর সেক্টরে এই বেড়া লাগানোর কাজ চলছে বলে খবর। এই গোটা প্রকল্পটি সম্পূর্ণ করতে ১৪.৩০ কোটি টাকা খরচ হবে। এই টাকায় ৭.১৮ কিমি সীমান্ত পথে বেড়া লাগানো হবে বলে খবর। তাছাড়া পুঞ্চ জেলার গুলপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বিনা প্ররোচনায় মর্টার–হামলা করে পাকিস্তান সেনা। হামলার সময় সীমান্তের কাছে ভারতীয় সেনার প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম সরানো হচ্ছিল। তখনই আচমকাই মর্টার হামলা চালায় পাকিস্তানের সেনা। তাই ওখানেও বেড়া দেওয়া হবে নতুন করে।
সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, শুধু বাংলাদেশ নয়, একইরকম বেড়া লাগানো ভারত–পাকিস্তান সীমান্ত এলাকাতেও। কারণ পাকিস্তান সেনা এবং আইএসআই ৩০০ জঙ্গি পাঠানোর ছক করেছে। আর তা করা হবে জম্মু–কাশ্মীর সীমান্ত দিয়েই। এদের মধ্যে বেশিরভাগ আফগান এবং তালিবান জঙ্গি। মার্চ–এপ্রিলে আরও বড় ধরণের অনুপ্রবেশ হতে পারে বলে খবর রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। এদিন হামলায় দু’জন জওয়ান শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৩। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।