ভাঙড়ে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম।
কাশিপুর থানার পুলিশ রবিবার দুপুরে ভাঙড়ের পানাপুকুর গ্রামে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে বলে জানা গেছে। এই ঘটনায় করিম শেখ ও ইয়াসিন শেখ নামে দুই জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বাড়ি থেকে ১টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ৬টি কার্তুজ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ধৃতদের আইএসএফ কর্মী বলে অভিযোগ। অপরদিকে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী তৃণমূলীদের অভিযোগ নস্যাৎ করে দিয়ে এদিন সাংবাদিকদের বলেছেন, ‘আইএসএফ কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। এই ঘটনা নতুন নয়। অতীতেও আমাদের কর্মীদের বাড়িতে বোমা, বন্দুক রেখে পুলিশকে দিয়ে তল্লাশি চালিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’
পাশাপাশি তিনি তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন।, তল্লাশি চালানো হোক। তাহলেই পরিস্কার হবে কি বিপুল পরিমাণ অস্ত্র, বোমা মজুত করেছে তৃণমূল।