অশান্ত মণিপুর। আবার কুকি-মেইতেই সংঘর্ষ। নিহত ১। কুকি জঙ্গিদের হাতে দুই সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার দুদিন কাটতে না কাটতেই ইম্ফল পশ্চিম সীমান্ত এলাকায় রবিবার প্রাণ গেল এক কুকির।
মেইতি-অধ্যুষিত ইম্ফল পশ্চিম জেলা এবং কুকি-জো-অধ্যুষিত কাংপোকপির মধ্যে সীমান্ত এলাকায় রবিবার ভোরে বন্দুকযুদ্ধের পর একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
সকালে বন্দুকযুদ্ধ শুরু হয়, ইম্ফল পশ্চিমের কউতরুক গ্রামের সশস্ত্র স্বেচ্ছাসেবকরা আক্রমণ হানলে কাংপোকপি জেলার পার্শ্ববর্তী পাহাড়ে গুলি বিনিময় চলতে থাকে।
অভিযোগ,কউতরুক গ্রামে স্থানীয় প্রযুক্তিতে তৈরি মর্টার শেল দিয়ে আঘাত হানা হয়েছিল, যা ‘পাম্পি’ নামে পরিচিত, তা কুকি অধ্যুষিত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। কউতুরুক সবচেয়ে খারাপ প্রভাব পড়া এলাকাগুলির মধ্যে অন্যতম। গত বছর মে মাসের তিন তারিখ থেকে কুকি-মেইতেই সংঘর্ষ শুরু হতেই এখানে দুই বিবাদমান গোষ্ঠীর সংঘর্ষ চলতেই আছে।