আন্তর্জাতিক

প্রসঙ্গ সিরিয়া : এরদোয়ান-পুতিন ফোনালাপ

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়া পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক ফোনালাপে এ ইস্যুতে কথা বলেন দুই নেতা। ফোনালাপে তারা সিরিয়া ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে সিরিয়ার তুর্কি সীমান্ত এলাকায় তুরস্কের সামরিক অভিযান এবং অঞ্চলটি থেকে কুর্দি বিদ্রোহীদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন এরদোয়ান-পুতিন।