রাজ্য

আসানসোলে চলল গুলি!‌ তীব্র চাঞ্চল্য এলাকায়

পুজোর আগেই আসানসোলে ফের গুলি চলল। আর এই ঘটনায় আতঙ্ক ছড়াল কুলটি থানার চিনাকুড়ি এলাকায়। বুধবার বেশি রাতে চিনাকুড়িতে দুর্গাপুজো উপলক্ষ্যে মেলা বসে। মেলার মাঠ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি চালাল একদল দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। এই এলাকারই সাংসদ বাবুল সুপ্রিয়। ঘটনার খবর তাঁর কাছে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বেশি রাতে তিনজন দুষ্কৃতী একটি বাইকে চেপে এসে ইসিএল কর্মী রামাশীষ যাদবের খোঁজ করে। মেলার মাঠে খোঁজ না পেয়ে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তখন তিনি বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী দরজা খোলেননি। এরপর বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। অবশেষে ব্যর্থ হয়ে শূন্যে এক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ইসিএল কর্মীর কাছ থেকে তোলা আদায়ের জন্যই এই আক্রমণ বলে মনে করা হচ্ছে। গুলি চালানোর ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কুলটি বিধানসভা এলাকার বড় পুজোগুলির মধ্যে অন্যতম চিনাকুড়ির পুজো। জাঁকজমক করে মেলা বসে পুজোর সময়। কিন্তু পুজোর মুখে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।