বিশ্বজুড়ে প্রবল সংকটে পড়তে চলেছে অর্থনীতি। এই পরিস্থিতি ভারতের কাছেও চিন্তার বিষয়। এমন কথাই শোনালেন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের ব্যবস্থাপনা নির্দেশক ক্রিস্টালিনা জর্জিভা। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের নয়া ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা জানান, বিশ্ব অর্থনীতিতে ধীরগতির প্রভাব ভারতে ‘বেশি প্রকট’। শুধু তাই নয়, ভারতের মতো দেশে এই মন্দা আরও বেশ কিছুদিন চলবে।
তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনীতিতে যেমন সমানুপাতিক হারে মন্দা চলছে, তাতে ভারতের মতো বৃহত্তম উদীয়মান বাজার অর্থনীতিতে চলতি বছরে প্রভাব আরও স্পষ্ট। ২০১৯–২০ অর্থবর্ষে ভারতের মতো দেশের অর্থনৈতিক বৃদ্ধি সর্বনিম্ন হারে চলে আশার আশঙ্কা রয়েছে। দু’বছর আগেও বিশ্ব অর্থনীতিতে একটা সুসংহত বৃদ্ধি ছিল। বিশ্বের ৭৫ শতাংশ দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু এখন অর্থনীতি সমান তালে নিম্নমুখী। ২০১৯ সালের মধ্যেই বিশ্বের ৯০ শতাংশ দেশে বৃদ্ধির হার কমবে।
তাঁর আরও দাবি, আগামী ২০২০ সালে প্রবৃদ্ধি বাড়তে থাকলেও, দেশগুলির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের মধ্যে শুল্ক ও পালটা শুল্কের মাধ্যমে যে বাণিজ্যিক যুদ্ধ চলছে তার জেরেই এই অর্থনৈতিক মন্দা। বিশ্বের সমস্ত প্রধান দেশগুলিকে একত্রিত হয়ে কাজ করা উচিত। আমেরিকা, জার্মানিতে বেকারত্ব বেড়েছে। আমেরিকা–জাপান, ইউরো জোনের মতো মজবুত অর্থনীতির দেশেও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি মন্থর। আবার ভারত, ব্রাজিলের মতো বৃহত্তম উন্নয়নশীল অর্থনীতির দেশগুলিতে এই মন্দা আরও প্রকট হবে।