আমেরিকা–মধ্যপ্রাচ্যের ভূ–রাজনীতি তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের বিদেশমন্ত্রী জবাদ জারিফ। দিল্লিতে অনুষ্ঠিত রাইসিনা সংলাপ, ২০২০ শীর্ষ বৈঠকে অংশ নিতে রাজধানীতে এসেছেন ইরানের বিদেশমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর বৈঠক হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও। আবার ভারতের সঙ্গে ইরানের এই বন্ধুত্বের ওপরে আমেরিকা নজর রাখছে বলে খবর।
রাইসিনা সংলাপে ভাষণ দিতে গিয়ে কাসেম সুলেমানিকে হত্যার জন্য আমেরিকার মুণ্ডপাত করেন ইরানের বিদেশমন্ত্রী। সুলেমানির মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন বিদেশসচিবের পাশাপাশি জঙ্গি সংগঠন আইসিস উৎসব করছে বলেও মন্তব্য করেন তিনি। আমারিকা গোটা বিষয়টিতে তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখছে। কাসেম সুলেমানিকে খুনের মধ্যে আমেরিকার ঔদ্ধত্য এবং বেপরোয়া মনোভাবের বহিপ্রকাশ ঘটেছে। যা গোটা বিশ্ব দেখেছে।
উল্লেখ্য, আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। মার্কিন ড্রোন হানায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সুলেমানির মৃত্যুর পরে তা তলানিতে এসেছে ঠেকেছে। তার বদলা নিতে ইরান শুরু করে প্রত্যাঘাত। ইরাকে একাধিক মার্কিন সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সেখানে ভারতে এসে আমেরিকাকে গাল পেড়ে যাওয়া মোটেই ভাল চোখে দেখবে না ট্রাম্প প্রশাসন বলে মনে করা হচ্ছে।