রাজ্য

‘‌লাশ গুনতে হবে আপনাদের’‌

এবার বিরোধীদের হুমকি দিতে গিয়ে মাত্রা ছাড়ালেন বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার বিরোধীদের উদ্দেশ্যে লাশ গোনার হুমকি দিলেন দিলীপ ঘোষ। সোমবার বিজেপি’‌র বিশেষ বৈঠক থেকে বিজেপি রাজ্য সভাপতি হুঁশিয়ারি দেন, ‘‌বিরোধীদের বলছি, সারা দেশে লাশ গুনতে হবে আপনাদের। যেখানে যেখানে আমাদের দলের সরকার আছে, সেখানে আন্দোলনের নামে সমাজবিরোধীমূলক কাজ চলছে। এখন সমাজবিরোধীদের যেভাবে শায়েস্তা করা দরকার, সেইভাবেই শায়েস্তা করা হচ্ছে।’‌ এখন এই মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়–সহ শীর্ষ নেতারা। বৈঠকে দিলীপ ঘোষ জানান, এনআরসি–সিএএ বিরোধিতায় মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন সিএবি’‌র উপর ভোটাভুটি হল, তখন তৃণমূলের ৮ জন সাংসদ কোথায় ছিলেন? কেন তাঁরা বিল পাসের সময় সংসদে ছিলেন না? একসময় লোকসভায় স্পিকারকে কাগজ ছুড়ে মেরেছিলেন, আর তিনিই আজ উল্টোকথা বলছেন।
দিলীপ ঘোষের কটাক্ষ, বিরোধিতার নাম করে সবাই একলাইনে দাঁড়াল। লোকসভার আগে এরাই এসেছে। মানুষ বাড়ি পাঠিয়ে দিয়েছে। দিদিমণির ট্র্যাক রেকর্ড ভাল নয়। যে সরকারের দিকে দৃষ্টি দেয় সেই সরকার আর বেশিদিন থাকে না।