মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট সম্মান পাওয়ার পর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। কাজ করতে চাইলে কেউ তা আটকাবে না। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর এই কথা বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
সাংবাদিকদের সামনে তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা শুনছি। সুযোগ হলে নিশ্চয়ই এই বিষয়ে কাজকর্ম করতে চাইব। রাজ্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, তা সম্পর্কে জেনেছি। এখন সেগুলো নিয়ে পড়াশোনা করব। আমারও অনেক ভাবনা আছে রাজ্যের সম্পর্কে। তবে সিএএ নিয়ে প্রশ্ন ধেয়ে আসলে তাঁর সেই প্রশ্নের কোনও উত্তরই না দিয়ে তিনি নবান্ন ছাড়েন। এদিন নবান্নে তাঁর সঙ্গে গিয়েছিলেন মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও।
এরপর সমাবর্তন অনুষ্ঠান শেষে মা নির্মলা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নবান্নে পৌঁছন অভিজিৎবাবু। বাংলার কৃতী সন্তান, নোবেলজয়ী অর্থনীতিবিদকে নবান্নে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্নে বসে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। তারপরই নবান্ন থেকে বেরনোর সময় পশ্চিমবঙ্গ নিয়ে তাঁর ভাবনা, কাজ করার কথা বলেন নোবেলজয়ী।