বাংলাদেশের মুক্তি আন্দোলনে পাশে ছিল ভারত। এই বন্ধুরাষ্ট্রকে বাদ দিয়ে মুজিববর্ষ উদযাপন করা যায় না বলে মন্তব্য করলেন বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের সঙ্গে ১৯৭১ সালের রক্তের সম্পর্কের বন্ধুত্বকে বিসর্জন দেবে না বলে জানান হাসিনা সরকারের সড়ক পরিবহনমন্ত্রী। মুজিববর্ষ উদযাপনে বিশেষ আমন্ত্রিতদের তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, আগামী ১৬ মার্চ তিন দিনের বাংলাদেশ সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ মার্চ পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা আছে মোদীর। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীকে মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এই বর্ষ উদ্যাপন করা হবে। দেশজুড়ে সাজ সাজ রব। বাংলাদেশের মানচিত্র ছাপিয়ে বর্হিবিশ্বেও পালন করা হবে মুজিববর্ষ। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ইউনেস্কোও মুজিববর্ষ পালন করবে। গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিববর্ষের ক্ষণ গননা শুরু হয়েছে৷