লিড নিউজ

‘‌বেকাররা প্রধানমন্ত্রীকে ডান্ডা মারবেন’‌

অনুরাগ ঠাকুরের গুলি মারো বিতর্কিত মন্তব্যকে কমব্যাট করতে গিয়ে আর একটা বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশে বেকারত্বের সমস্যা নিয়ে নীরব থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডান্ডা দিয়ে মারবে যুব সম্প্রদায়। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বলেন, ‘‌প্রধানমন্ত্রী এখন বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। কিন্তু ৬ মাস পর তিনি আর বাড়ি থেকে বেরোতে পারবেন না। দেশের যুব সম্প্রদায় তাঁকে লাঠি দিয়ে মারবে এবং বুঝিয়ে দেবে যে চাকরি পায়নি বলেই তারা দেশের উন্নতি ঘটাতে পারেনি।’‌
নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাহুল বলেন, ‘‌৪৫ বছরে সবচেয়ে শীর্ষে গিয়েছে দেশের বেকারত্বের হার। কিন্তু তা নিয়ে বাজেটে বা রাষ্ট্রপতির ভাষণে কিছু বলেননি নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারমন।’‌ সেখানে নেই যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের কোনও দিশা। তাই দেশের যুব সম্প্রদায় ক্ষুব্ধ বলে তিনি জানিয়েছেন। যার ফলশ্রুতি ডান্ডা পড়তে পারে প্রধানমন্ত্রীর ওপর।
এদিনই প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে ওয়ানাড়ের সাংসদ জানান, যুব সম্প্রদায় চাকরি পাক, মোদী এটা চান না। কারণ তাঁর রাজনীতিতে অক্সিজেন হিসেবে কাজ করে যুব সম্প্রদায়। জাতীয়বাদ নিয়ে শিক্ষা দেওয়ার কোনও প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর। বরং তিনি কেন যুব সম্প্রদায়কে চাকরি দিতে পারছেন না, তার ব্যাখ্যা দিন।