ব্রেকিং নিউজ

‘‌বেকারত্বের হার কমিয়েছি রাজ্যে’‌

রাজ্য বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই উন্নয়নের লক্ষ্যে দরাজ ঘোষণা করতে দেখা গিয়েছে অর্থমন্ত্রীকে। বাজেট বক্তৃতায় বেকার সমস্যার কথা তুলে ধরে তাঁর দাবি, বাংলায় বেকারত্বের হার ৪০% কমেছে।
মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেল সেই একই সুর। কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার দাবি করেছেন তিনি। তাঁর কথায়, আমরা জনমুখী বাজেট করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের রাজ্য সরকারের স্কিম চলে। রাজ্যকে প্রায় ১ লক্ষ কোটি টাকা পাওনা দিচ্ছে না কেন্দ্র। আমাদের ৫০ হাজার কোটি টাকা দেনা মেটাতে হয়। শিক্ষা এখানে প্রথম পছন্দ। প্রত্যেক জেলার বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে। ছাত্রদের ব্যাগ, জুতো বই দিই বিনা পয়সায়। বাজেটে কর না বাড়িয়ে আমরা সমস্ত সুবিধা দেওয়ার চেষ্টা করছি। সংখ্যালঘুদের জন্য বরাদ্দ ৯.৫ শতাংশ বেড়েছে। কন্যাশ্রী, রুপশ্রী, সব দিচ্ছি এবং বুলবুলে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের কৃষকরা ট্রিপল ইনকামে পৌঁছে গিয়েছে। চাষীরা দারুণ কাজ করছে। কৃষিতে ২৪ শতাংশ বরাদ্দ বেড়েছে। আবাস যোজনায় বাংলা প্রথম স্থানে, ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ সেরা। নিখরচায় চিকিৎসা পরিষেবা দেয় রাজ্য সরকার। উচ্চশিক্ষায় ২০ শতাংশ বরাদ্দ বেড়েছে। আদিবাসীদের ধর্মান্তরিত করছিল একটা রাজনৈতিক দল। আমরা তা আটকেছি। তাই ওদের আরও নিরাপত্তা দেওয়া হবে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। তপশিলিদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প তৈরি হবে। নাপিত, ড্রাইভার, ডেকরেটার্সদের জন্য প্রকল্প হচ্ছে। বিগত বছরে বেকারত্ব কমিয়েছি আমরা।