লিড নিউজ

‘‌বুলেট গণতান্ত্রিক আন্দোলনকে রুখতে পারবে না’‌

নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে মানুষের পাশে থেকে নতুন করে আরও একবার দেশজুড়ে প্রতিবাদের ডাক দিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নয়া নাগরিকত্ব আইন কার্যকর করতে দেব না, এই স্লোগান নিয়ে তৃতীয় দিন পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া ময়দান শুরু হয়ে ব্রেবোর্ন রোড, টি–বোর্ড হয়ে মিছিলের গন্তব্য ধর্মতলার ডোরিনা ক্রসিং। সেখানেই তিনি জানান, বৃহস্পতিবার দুুপুর ২টোয় রানি রাসমণি রোডে এবং শুক্রবার দুুপুর ৩টেয় পার্ক সার্কাসে নয়া নাগরিক আইন বিরোধি সভাও করবেন তিনি।
এদিন একইসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া বার্তাও দিলেন। এই আইনের বিরুদ্ধে গান, স্লোগানে তখন মুখরিত হাওড়া থেকে কলকাতা। মিছিলে অংশ নেন সব ধর্ম–সম্প্রদায়ের মানুষজন। তবে এই তিন দিনের মিছিল যে শান্তির জন্য করা হয়েছে তাও জানিয়ে দেন জনগণের নেত্রী। মঞ্চে উপস্থিত ছিলেন একদল বাউলশিল্পীও। তাঁরা নাগরিকত্ব আইন বিরোধি গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন। মিছিল শুরুর আগে আগের দু’‌দিনের মতো এদিনও শপথবাক্য পাঠ করান তৃণমূল নেত্রী। শপথের মূল বক্তব্যই ছিল সর্বধর্মসমন্বয় আমাদের আদর্শ। কাউকে বাংলা ছাড়তে হবে না। কাউকে দেশ ছাড়তে হবে না।
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘‌শান্তির স্বার্থে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা চলছে। সমাজের সর্বস্তরের মানুষ আমার সঙ্গে হাঁটছে। সকলকে ধন্যবাদ। আমরা হিংসা চাই না বলে পথে নেমেছি। এক হাজার বুলেটের যা দাম, দশটা মানুষ পথে নেমে কথা বললে তার দাম বেশি। বুলেট দিয়ে গণতান্ত্রিক আন্দোলন আটকানো যায় না। এই আইনের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করুন, গান করুণ, ছবি আঁকুন। কিন্তু অবরোধ নয়।’‌ আর গানের কথায় বলা হল, ‘আমরা সবাই নাগরিক, এনআরসি হবে না।
নিজের ভঙ্গিমায় বিজেপি শিবিরের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, আধার কার্ড চলবে না, এই কথা বলছেন কেন? আধার কার্ড জরুরি নয় তা হলে জনতার ৬ হাজার টাকা খরচ করালেন কেন? আধার না চাইলে ব্যাঙ্ক সংযুক্তিকরণ করালেনই বা কেন? ভোটার কার্ড হবে না বলছেন। তা হলে ভোটে জিতে ক্ষমতায় এলেন কীসের ভিত্তিতে? কয়েকটি জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। রেলে ভাঙচুরও। আমি সবাইকে শান্ত হতে বলেছি। আর আপনারা বলছেন গুলি করতে। গণতান্ত্রিক দেশে এমন কথা বৈধ? আগুন নেভানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। তাঁকে অনুরোধ, আগুন জ্বালাবেন না। আগুন নেভান। নিজের দলকে সামলান, নিয়ন্ত্রণ করুন। আমার হাতজোড় করে আপনার কাছে শান্তি বজায় রাখার আহ্বান রইল। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শপথ নিয়েছেন। এটা আপনাকেই দেখতে হবে। কেন একাধিক রাজ্য জ্বলছে?‌ আধার চলবে না তো কী বিজেপি’‌র মাদুলি চলবে?‌