দেশ

‘‌বাজেটে শুধুই ফালতু কথা’‌

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তিনি বলেন, ‘‌অসংলগ্ন একটা বাজেট৷ শুধু ফালতু কথা৷ ২ ঘণ্টা ৪৫ মিনিটের বক্তৃতায় শুধু একই কথার পুনরাবৃত্তি করে গেলেন অর্থমন্ত্রী৷’‌ অর্থাৎ এই বাজেট জনমোহিনী নয় বলে তিনি মনে করেন।
কেন্দ্রের বাজেটের তীব্র নিন্দায় করেন রাহুল৷ বেকারত্ব নিয়ে কেন্দ্রকে তুলোধনা করে তিনি বলেন, ‘‌এই মুহূর্তে দেশের সব থেকে বড় সমস্যা হল বেকারত্ব৷ কর্মসংস্থান তৈরিতে সরকারের কোনও সুর্নিদিষ্ট পরিকল্পনা নেই৷ কীভাবে যুবকরা চাকরি পাবে, তার দিশা নেই৷ সরকারের শুধু ৪টে গালভরা কথা শুনলাম৷’‌
এই বাজেটে আম আদমির সাহায্যের জন্য কিছুই করা হয়নি বলেও দাবি তাঁর। উল্লেখ্য, এবারের বাজেটের পর বাড়ছে স্টিল, তামা এবং চিনামাটির বাসনপত্রের দাম। কারণ এগুলির আমদানি–রপ্ততানি শুল্ক দ্বিগুণ হয়ে ২০ শতাংশ হচ্ছে। দাম বাড়ছে ক্যাটালাইটিক কনভার্টার, গাড়ির যন্ত্রাংশের। একইসঙ্গে আমদানিকৃত আসবাবপত্র এবং জুতোর দাম বাড়ছে। সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যেরও শুল্ক বৃদ্ধির ফলে বাড়ছে দাম।