বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আবেগঘন বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেতে পারেননি বাংলাদেশে। নেপথ্যে করোনা। তাই ভিডিও বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গত শতাব্দীর মহান ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম বলেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে বঙ্গবন্ধুর সমগ্র জীবন আমাদের সবার জন্য অনেক বড় প্রেরণা বলে উল্লেখ করেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশকে ১৩০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা। শেখ হাসিনা আমাকে ব্যক্তিগতভাবে এই ঐতিহাসিক সমারোহে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। পরে শেখ হাসিনা নিজেই একটি বিকল্প প্রস্তাব দেন এবং সেই কারণে আমি এই ভিডিও–র মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত হলাম।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বঙ্গবন্ধু মানে একজন সাহসী নেতা। একজন দৃঢ়চেতা মানুষ। তার এই গুণাবলী তখন লাখ লাখ তরুণকে বাংলাদেশের মুক্তির জন্য সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হতে নতুন শক্তি দিয়েছিল। আজ আমার খুব ভাল লাগে যখন দেখি যে বাংলাদেশের মানুষ তাদের প্রিয় দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলায়’ রূপান্তরিত করার জন্য দিন-রাত কাজ করছেন।