ফের হুঙ্কার ছাড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পশ্চিমী দেশগুলি বাণিজ্যিক স্বার্থ নিয়ে বেশি আগ্রহী তাই কাশ্মীর নিয়ে কোনও আগ্রহই দেখাচ্ছে না তারা বলে মনে করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক প্রধানমন্ত্রী রবিবার টুইট করে অভিযোগ করেন, ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা পার করে দিনের পর দিন হামলা চালাচ্ছে। ওই হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হামলার মাত্রা ক্রমে বেড়েই চলেছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের উচিত ভারতকে সতর্ক করা। নিয়ন্ত্রণরেখার অন্যদিকে তারা যাতে হামলা না চালায় তা নিয়ে ভারতকে সতর্ক করা উচিত।
কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে ফের মোদীকে আরএসএস তোপে বিঁধেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আমিই প্রথম নেতা, যিনি ভারতের কথা বিশ্বের দরবারে তুলে ধরেছিলাম। ভারত হিন্দুত্বের কট্টর মতাদর্শ গ্রহণ করেছে। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন আরএসএস জার্মানির নাৎসি মতাদর্শে অনুপ্রাণিত। নাৎসি মতাদর্শ যেভাবে সংখ্যালঘুদের উপর বিদ্বেষের ভিত্তিতে গড়ে উঠেছিল, সেভাবে আরএসএস মতাদর্শ মুসলিম ও সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের ভিত্তিতে তৈরি।’
রবিবার ইমরান খান আরও একটি টুইটে বলেছেন, আন্তর্জাতিক মহল এবং ভারতকে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে টানা হামলা করা হচ্ছে। এই জিনিস চলতে থাকলে পাকিস্তানের পক্ষে নীরব দর্শক হয়ে থাকা অসম্ভব। ইমরানের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম, ভারত এক পা এগোলে, আমরা দু’পা এগোতে প্রস্তুত। কিন্তু তার পরই জানতে পারলাম আরএসএস মতাদর্শের কারণে ভারত সেই প্রস্তাব গ্রহণ করছে না।