লিড নিউজ

‘‌পাক অধিকৃত কাশ্মীর জঙ্গিদের দখলে’‌

এখনও নানারকম ছক কষে চলেছে পাকিস্তান। সীমান্তে লাগাতার উত্তেজনা–সহ পাকিস্তানের জঙ্গি তৎপরতার খামতি নেই। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন চালিয়ে জঙ্গি শিবির ধ্বংস করেছে সেনাবাহিনী। তাই পাক অধিকৃত কাশ্মীর এখন আর পাক প্রশাসনের অস্তিত্ব নেই। গোটা অঞ্চলটাই দখল করে নিয়েছে পাক জঙ্গিরা বলে জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, অঞ্চলটি বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান। তবে এখন তা আর পাকিস্তানের হাতে নেই। অঞ্চলটি দখল করে নিয়েছে পাক জঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীর হল পাকিস্তানের একটি জঙ্গি নিয়ন্ত্রিত এলাকা। এই মন্তব্যের মধ্য দিয়ে পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দিল সেনাপ্রধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজধানীতে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের এক অনুষ্ঠানে এদিন সেনাপ্রধান বলেন, জম্মু–কাশ্মীরের মধ্যেই পড়ে পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তান। যখন বলা হয় জম্মু–কাশ্মীর তখন তার মধ্যেই পড়ে পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান। তাই গিলগিট বাল্টিস্তানও দখল করা ভূমি। গত সেপ্টেম্বর রাওয়াত বলেছিলেন, সেনা সব সময়ের জন্য তৈরি। সরকারকে পাক অধিকৃত কাশ্মীরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের সিদ্ধান্ত মতোই কাজ করবে সেনা।