লিড নিউজ

‘‌দ্রুত দিল্লিতে শান্তি ফেরান’‌

অবিলম্বে রাজধানীতে শান্তি ফেরানের জন্য সচেষ্ট হতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বাংলার দাবিদাওয়া নিয়ে কথা হলেও দু’‌দফার বৈঠকে একবারের জন্যও ওঠেনি এনআরসি–সিএএ প্রসঙ্গ।
সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগাম অ্যাজেন্ডায় ছিল না। এমন কিছু নিয়েই আলোচনা হয়নি। আরও স্পষ্ট করে বলে দেন, সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে কোনও আলোচনা হয়নি। এছাড়াও রাজ্যের দাবিদাওয়া নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বিহার, বাংলা, ওড়িশার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও আসেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দু’‌দফার বৈঠকে কথা হয় পূর্ব ভারতের রাজ্যগুলোর সম্পর্ক এবং দাবিদাওয়া নিয়ে। বাংলার বকেয়া টাকা থেকে কয়লার রয়্যালটি প্রসঙ্গ নিয়ে সরব হন মমতা। বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে নিজের লেখা একটি কবিতাও পোস্ট করেন তিনি। ভুবনেশ্বরের বৈঠকের পর রবিবার বিজেপি’‌র কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন অমিত শাহ। তবে লোকসেবা ভবনে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক শুরুর আগে দিল্লি হিংসার প্রসঙ্গ তোলেন মমতা। দিল্লিতে শান্তি ফেরানোর জন্য শাহের কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী।