তিনি ভোটগুরু। তিনি পারেন জনমত তৈরি করতে। এবারও তাই করলেন। তারপর কেজরিকে অভিনন্দন জানিয়েছেন এই জয়ের অন্যতম কাণ্ডারী নির্বাচন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। দিল্লিতে নির্বাচনী প্রচারে আপের পরামর্শদাতা ছিল প্রশান্ত কিশোরের টিম। তৃতীয়বারের জন্য দিল্লি দখলের পর কেজরিকে অভিনন্দন জানানোর পাশাপাশি দিল্লিবাসীকে ধন্যবাদ জানান প্রশান্ত।
আর টুইটে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ দিল্লি, দেশের আত্মা রক্ষার্থে সহযোগিতা করার জন্য। দেশের আত্মার সুরক্ষায় পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।’ উল্লেখ্য, সিএএ নিয়ে নীতীশ কুমারের সঙ্গে মতান্তরের জেরে দিল্লি ভোটের কিছুদিন আগেই দলবিরোধী কাজের জন্য জেডিইউ থেকে আর এক শীর্ষ নেতা পবন ভার্মার সঙ্গে প্রশান্তকেও বহিষ্কার করেন নীতীশ। প্রশান্তের অভিযোগ ছিল, রাজ্যে যখন জোটসঙ্গী বিজেপি’র বিরুদ্ধে গিয়ে এনআরসি–র বিরোধিতা করছে দল, তাহলে দিল্লি বিধানসভার ভোটে কেন তারা বিজেপি’র সঙ্গে একজোট হয়ে তিনটি আসনে প্রার্থী দিয়েছে? নীতীশ প্রশান্তের এই প্রশ্নের বিরোধিতা করেন এবং তারপরই তাঁকে দল থেকে বহিষ্কার করেন।
আপের শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া বলেন, ‘আমাদের জয় দেখিয়ে দেবে যে, প্রকৃতই যদি রাজনীতি করার সুযোগ পাওয়া যায় তাহলে মানুষের জন্য কাজ করা উচিত। এটাই প্রকৃত দেশপ্রেম। যে সরকার কাজ করে, তারা জিততে পারে। এটাই দেখাল দিল্লি।’
