ব্রেকিং নিউজ

‘‌দিলীপ ঘোষের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন’‌

একেই বোধহয় বলে মধুর প্রতিশোধ!‌ বাবুলের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে দেখা করতে দেরি হয়ে গিয়েছিল। তখন দিলীপ ঘোষ–সহ অন্যরা তাচ্ছিল্যের হাসি হেসে বাবুলকে বলেছিলেন, ‘‌বাবুল দা, দিল্লিতে গিয়ে দেখা করে নেবেন।’‌ আর এবার বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, অসম, কর্নাটকে কুকুরের মতো মারা হয়েছে হিংসায় জড়িত বিক্ষোভকারীদের। রানাঘাটে এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কার্যত দিলীপকেই একহাত নিয়ে বলেন, ‘‌দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপ দা।’‌ বাবুল সুপ্রিয় টুইট করে জানান, দিলীপ ঘোষ যা বলেছেন, তাঁর দল অসম, উত্তরপ্রদেশে এমন কোনও পদক্ষেপ করেনি। এটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তাঁর।
সোমবার সকালে দিলীপের মন্তব্য নিয়ে বাবুল টুইটে লেখেন, ‘দিলীপ ঘোষের মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই। উনি যা বলেছেন তার পুরোটাই কাল্পনিক। যত বড় কারণই হোক না কেন, উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনওই মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি। দিলীপ দা দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।’ ফলে দলের অন্দেরই এখন কোন্দল চরমে। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাবুল সুপ্রিয় কী বলছেন, আমি জানি না। জেনে নিই কী বলছেন। তার পর কথা বলব।’
দিলীপ ঘোষ যা বলেছিলেন—নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে ৫০০–৬০০ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। ইতিমধ্যেই অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে যাঁরা এই কাজ করেছে তাদের গুলি করা হয়েছে। জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষমতা নেই।