দেশ

‘‌ক্ষমতায় এলে শাহিনবাগ তুলে দেব’‌

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আম আদমি পার্টি এবং শাহিনবাগে সিএএ বিরোধীদের তুলোধনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপিকে ভোট দিন শাহিনবাগের মতো ঘটনা ঘটবে না। দিল্লি নিরাপদে থাকবে। এমনই দাবি করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শাহিনবাগের আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা তোলার কাজে ব্যবহার করতে চাইছেন তিনি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অমিত শাহ জানান, ৮ ফেব্রুয়ারি আপনারা যদি বিজেপি প্রার্থীদের ভোট দেন তাহলে সেই ভোট দেওয়া হবে দেশের নিরাপত্তার পক্ষে। দিল্লিকে আমরা নিরাপদ রাখব। শাহিনবাগের মতো ঘটনা আর ঘটবে না। ভোট দেওয়ার সময়ে এতটাই রাগের সঙ্গে বোতাম টিপুন যাতে কারেন্টের শক গিয়ে লাগে শাহিনবাগে। প্রায় একমাস ধরে দিল্লির প্রবল ঠান্ডা উপেক্ষা করে শাহিনবাগে জড়ো হয়েছেন কাতারে কাতারে মহিলা ও শিশু৷ নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভে উত্তাল সারা দেশ৷
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের সময়ে বিরোধীরা রে রে করে তেড়ে এসেছিল। বিরোধিতা করেছিলেন সোনিয়া, রাহুল গান্ধী, মমতা, মায়াবতীরা। ওরা ভোটব্যাঙ্কের রাজনীতি করেন। ওরা আতঙ্কিত। জেএনইউতে যারা দেশবিরোধী স্লোগান দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি দিল্লি সরকার। প্রশ্ন করুন কেন তা নেওয়া হয়নি। তারপরেই তিনি বলেন, ‘‌বিজেপিকে ভোট দিন। ক্ষমতায় এলে দিল্লিতে কোনও শাহিনবাগ থাকবে না।’‌