দিল্লির ঘটনা জাতীয় লজ্জা বলে ব্যাখ্যা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দিল্লির হিংসার ঘটনা নিয়ে স্মারকলিপি দিয়ে আসেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, মনমোহন সিং–সহ অন্যান্য শীর্ষ নেতারা। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার যাতে রাজধর্ম পালন করে রাষ্ট্রপতিকে সেই আদেশ দিতে আবেদন করেছে তারা।
দিল্লি হিংসায় গত পাঁচ দিনে ৩৫ জনের প্রাণ গিয়েছে। বিজেপি–আপ ‘নীরব দর্শক’ হয়ে ভূমিকা পালন করেছে। রাষ্ট্রপতির দরবারে হাজির হয়ে তাই তাদের ‘রাজধর্ম’ পালনের কথা স্মরণ করিয়ে দেওয়ার অনুরোধ জানালেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সোনিয়া গান্ধী জানান, নাগরিকের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি রক্ষায় সুনিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হয়েছে। হিংসা রুখতে ‘ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়েছে।
রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিল সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন মনমোহন সিংহ, পি চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী–সহ কংগ্রেস নেতৃবৃন্দ। শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৩। লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে আরও একজনের মৃত্যু খবর মিলেছে। দিল্লির স্পেশ্যাল পুলিস কমিশনার (আইনশৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দ্রুত গ্রেপ্তারও করা হবে।
