প্রধানমন্ত্রীর টুইট হুঁশিয়ারির পরই, রাজ্যের মানুষের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহস জুগিয়ে বললেন ‘আতঙ্কিত হবেন না। সবাই বাড়িতে থাকুন। সতর্ক থাকুন। সুস্থ থাকুন। খুব দরকার না হলে বাড়ির বাইরে পা রাখবেন না। বাইরের কাজ কয়েকদিন পর করুন। বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন বাড়ির মধ্যে থাকুন। নিয়ম মেনে চলুন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’
উল্লেখ্য, ২৩ মার্চ বিকেল ৪টে থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরী পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ রাখার নির্দেশ রয়েছে। শুধু অত্যাবশ্যকীয় পণ্য মিলবে। বন্ধ থাকবে গণ–পরিবহন। রেলে কার্ফু কার্যকর থাকবে। কোনও লোকাল, প্যাসেঞ্জার, দূরপাল্লার ট্রেন, মেট্রো চলবে না। চলবে শুধু পণ্যবাহী ট্রেনগুলি।
এখন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১৫। মৃত্যু হয়েছে ৭ জনের। পশ্চিমবঙ্গেও করোনায় আক্রান্ত ৭ জন। এই পরিস্থিতিতে দেশে করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ রুখতে কড়া সরকার। মানুষ এখনও সম্পূর্ণ সচেতন হচ্ছেন না, তাঁরা অযথা বাইরে বেরচ্ছেন। তাই ফের আর একবার রাজ্যবাসীর কাছে নিজেকে সুরক্ষিত রাখার আবেদন করলেন মুখ্যমন্ত্রী।