লিড নিউজ

‘‌অভিজিতের সাফল্যে গোটা দেশ গর্বিত’‌

মঙ্গলবার কলকাতায় আসার আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন সদ্য নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে একান্তে সাক্ষাৎ সারলেন নোবেলজয়ী। বিজেপি’‌র একাধিক নেতা–মন্ত্রী তাঁর সমালোচনা করলেও নিজের কর্তব্যে অবিচল থাকলেন তিনি। আর তারপরই নিজেদের বৈঠকের একটি ছবি টুইটারে পোস্ট করেন প্রধানমন্ত্রী। অভিজিতের কৃতিত্বে গোটা দেশ গর্বিত বলে মন্তব্য করেছেন তিনি।
নোবেল জয়ের পর এই প্রথম ভারতে এলেন অভিজিৎ। এদিনই কলকাতায় মায়ের সঙ্গে দেখা করতে আসার কথা তাঁর। শহরে দু’‌দিন কাটিয়ে আবার বিদেশে ফিরবেন তিনি। প্রধানমন্ত্রী অভিজিতের ভূয়সী প্রশংসা করলেও তাঁর দলের নেতাদের আক্রমণের মুখে পড়েছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল তাঁর বুদ্ধিশুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় তাঁর নামের মাঝে বিনায়ক কেন?‌ তা নিয়ে কটাক্ষ করেছেন। সেই বিতর্কের মধ্যেই দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করলেন অভিজিত্‍। বুঝিয়ে দিলেন নিন্দুকরা সমালোচনা করবেই। তাঁকে এগিয়ে যেতে হবে।
এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‌নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুবই ভাল বৈঠক হল। সাধারণ মানুষের স্বনির্ভরতা বৃ্দ্ধিতে তাঁর প্রচেষ্টা সত্যিই উল্লেখযোগ্য। বিভিন্ন বিষয়ে আমাদের সুষ্ঠ ও গভীর আলোচনা হয়েছে। অভিজিতের সাফল্যে ভারত গর্বিত। ওনার ভবিষ্যতের উদ্যোগগুলির জন্য আমার আগাম শুভেচ্ছা জানাই।’‌ প্রধানমন্ত্রীর এই মন্তব্যে এটাও পরিষ্কার হয়ে গেল তিনি দলের নেতা–মন্ত্রীদের সমালোচনাকে সমর্থন করেন না।