দেশ ব্রেকিং নিউজ

‘‌মানুষই বলবে শেষ কথা’‌

অমিত শাহকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘‌মানুষই বলবে কে জিতবে। আমি নয়। এমন নির্লজ্জ বিজেপি নেতা! কালই ভোট হয়েছে আর আজকে এসে বলছে কটা সিট পাব!’‌ এদিন শাহ বলেন, ‘‌বাংলায় বিপুল ব্যবধানে জয়ী হবে বিজেপি। প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬ আসনে বড় ব্যবধানে জিতব আমরা।’‌
শাহকে আক্রমণ করে মমতা বলেন, ‘‌৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আমি জানি মা–বোনেরা আমাকে ভোট দিয়েছেন। আমি জানি মানুষ আমাদেরই দিয়েছেন সেটা আমি মানুষকেই বলতে দেব। মানুষ আমাদের না দিলে যেখানে আমরা পিছিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারতে হত না।’‌
শাহের পাল্টা জবাবে ডেরেকের টুইট, এই মাইন্ড গেম অন্য জায়গায় দেখাবেন মোদী–শাহ। এখানে এসব কাজ করবে। আসন সংখ্যা নিয়ে ভবিষ্যতবাণীর স্টান্টবাজি গুজরাটের জিমখানায় দেখাবেন। এটা বাংলা।