মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দোরগোড়ায়। আগামী ৩ নভেম্বর হবে সেই নির্বাচন। তার আগে নানা ধানাইপানাই শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলে বসলেন, প্রতিপক্ষ জো বিডেনের কাছে তিনি যদি পরাজিত হন তাহলে হয়তো আমেরিকা ছাড়বেন। জর্জিয়ার ম্যাকন এলাকায় একটি নির্বাচনী জনসভায় এই কথাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই এটা তাঁর প্রতিশ্রুতি কিনা জানতে চেয়ে টুইট করেছেন ট্রাম্প–বিরোধীরা। আমেরিকা জুড়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। অনেকে বলছেন, নির্বাচনের আগেই হার স্বীকার করলেন ট্রাম্প।
এই নির্বাচনের আগে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে যে, এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেনেরই পাল্লা ভারী। ট্রাম্পের থেকে অনেক বেশি জন সমর্থন রয়েছে তাঁর। এই বিষয়টি চোখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পেরও। আর তাই কিছুটা রসিকতা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি বিডেন জেতেন তাহলে হয়তো আমি দেশ ছাড়ব। এটা আমি মজা করে বলছি না। কারণ প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এত বাজে প্রার্থীর বিরুদ্ধে আর কাউকে লড়তে হয়নি। আপনারা ভাবতে পারছেন এরপর আমি হেরে গেলে কী হবে? আমার পুরো জীবন আমি কীভাবে ভাল থাকব? হয়তো দেশই ছেড়ে দেব।’
এরপরই আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন টুইট করেন, ‘আমি জো বিডেন এই মেসেজকে অনুমোদন দিচ্ছি।’ এই প্রথম তাঁর পরাজয়ের সম্ভাবনা নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যদি আমি নির্বাচনে পরাজিত হই তাহলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব। নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করতে হবে। সঠিক পদ্ধতিতে ভোট গণনা করতে হবে।