ব্রেকিং নিউজ

৩১ মার্চ পর্যন্ত বন্ধ সব ট্রেন!‌

আগামী ৩১ মার্চ পর্যন্ত গোটা দেশে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করল রেলওয়ে বোর্ড। রবিবার সকালের বোর্ডের একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। বন্ধ থাকবে কলকাতার মেট্রোরেলও। দেশজুড়ে এখনও লকডাউন না হলেও রেল সেই পথেই হাঁটল। মালবাহী ট্রেনের বিষয়ে অবশ্য এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কোভিড–১৯ আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। পরিস্থিতির দিকে কড়া নজর রেখে রেল এদিন সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল বজায় রাখা হবে। বাকি যাত্রীবাহী সমস্ত ট্রেনই আগামী ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হবে। শনিবার রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ‘নিতান্ত প্রয়োজন না হলে ট্রেনে সফর করবেন না।’ কিন্তু রবিবার থেকেই দেশজুড়ে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিল ট্রেন।
জানা গিয়েছে, শহরতলি এবং কলকাতা মেট্রো রেলের পরিষেবাও রবিবার রাত পর্যন্ত মিলবে। বন্ধ থাকবে আন্তঃরাজ্য বাস চলাচলও। আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন, ভিন রাজ্য থেকে আসা ট্রেনগুলিকে নিয়ন্ত্রণ করা হোক। একইভাবে ঝাড়খণ্ড সরকারও রেলবোর্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত ভিন রাজ্য থেকে ট্রেন প্রবেশ বন্ধ করা হোক।