আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি

২০২৪ সালে চাঁদের মাটিতে নভোশ্চর পাঠাবে নাসা

২০২৪ সালে চাঁদে নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। যার জন্য দুটি স্পেসসুটও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তৈরি করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে। যার মধ্যে একটি স্পেসসুট, এক্সইএমইউ চাঁদের দক্ষিণ মেরু পৃষ্টের তথ্য দেবে। সমস্তরকম সুবিধা যাতে সেখানে মেলে তার ব্যবস্থাও রাখা হচ্ছে বলে খবর।
নাসা সূত্রে খবর, অন্য স্পেসসুট ওরিওন ক্রু সারভাইভাল সিস্টেম আগেই উন্মোচন করা হয়েছিল। এবার তা প্রয়োগ করতে চলেছে। নতুন এক্সইএমইউ স্পেসসুটটি যথেষ্ট উন্নতমানের এবং চাঁদের মাটির জন্য একেবারে উপযুক্ত। পাশাপাশি চাঁদের শিলা পরীক্ষার কাজেও এই স্পেসস্যুট বিশেষভাবে কাজে লাগবে বলে জানান নাসার বৈজ্ঞানিক কেট রুবিনস।
কিন্তু ২০২৪ সাল কেন?‌ জানা গিয়েছে, এই বিশেষ এবং অত্যাধুনিক স্পেসসুট তৈরি করতে এতটাই সময় লাগবে। তাছাড়া সেটা একবার পরীক্ষা করেও দেখে নেওয়া হবে। যাতে চাঁদের মাটিতে গিয়ে ব্যর্থ না হয়। সবমিলিয়ে ২০২৪ সালটাই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।