বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম আগামী ১২ দিনের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি বাস্তাবায়নের আশ্বাস দিয়েছেন। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদের দাবি বাস্তবায়নের সময়সীমা জানতে চাইলে তিনি এ আশ্বাস দেন। উপাচার্য বলেন, ‘আমার তো হাত-পা বাঁধা। আমি তো রাজা নই যে, যা ইচ্ছা তাই করতে পারব। তবে চেষ্টার ত্রুটি হবে না। সব দাবি তো আমাদের হাতে নেই। এ জন্যই বলেছিলাম, নীতিগতভাবে দাবিগুলো মেনে নিয়েছি। এর মধ্যে আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে বসেছি। আমি নিশ্চিত করেই বলছি, শিক্ষার্থীদের সবগুলো দাবিই বাস্তবায়ন করতে পারব।’ বুয়েটে রাজনীতি বন্ধের বিষয়ে তিনি বলেন, রাজনীতি বন্ধ করার ক্ষমতা আমার নেই। তবুও শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, আমি মেনে নিয়েছি। আর এটাও সরকার অনুমতি দেওয়ায় করেছি। যখন প্রধানমন্ত্রী বলেছেন যে, এটা বুয়েটের ব্যাপার, তখন আমি সাহস পেয়েছি। উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। একে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে বুয়েট।
সম্পর্কিত খবর
আবরার হত্যা : জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধানমন্ত্রীর
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশে বুয়েটে হত্যার শিকার আবরার ফাহাদের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।