ক্যারিয়ারের ১০০তম ছবি মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে অভিনেতা অজয় দেবগন। তার আগামী ছবি ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এর মুক্তির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একটি সাক্ষাৎকারে অকপটে জানালেন তার মনের নানা কথা।
অজয় জানান, এখন আর ছবি মুক্তির আগে ভয় করে না তার। বরং তিনি উদগ্রীব হয়ে অপেক্ষা করেন এটা দেখার যে, এত কঠিন পরিশ্রমের ফল কী হয়। মানুষ কীভাবে রিঅ্যাক্ট করবেন তিনি তা আজও বুঝে উঠতে পারেননি। তাই রেজাল্ট বেরোনোর মতো একটা উৎকন্ঠা কাজ করে বইকি। কিন্তু ১০০ ছবির পথ পেরিয়ে এসে স্টারডম সম্পর্কে কী মনে করেন অজয়? নায়কের জবাব, ‘যখন কাজ শুরু করেছিলাম তখন স্টারডমের অন্য মানে ছিল। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ তারকাদের সম্পর্কে অনেক কিছু সহজেই জেনে ফেলেন। আগে শুধু দূর থেকেই তারকাদের দেখা যেত। তারা ধরা ছোঁয়ার বাইরে থাকতেন, তাদের ঘিরে এক ধরনের রহস্য ও উৎসাহ থাকত।’
নিজের সম্পর্কে অজয় বলেন, ‘আমাকে প্রায়ই অনেকে জিজ্ঞাসা করেন আগামীদিনে সুপারস্টার কে হবেন। আমি একটাই উত্তর দিই। আজকের দিনে দাঁড়িয়ে আর কেউ সুপারস্টার হবেন না। স্টার অবশ্যই হবেন এবং প্রত্যেক শুক্রবার সেই তারকার সংজ্ঞা পালটে যাবে।’ তাহলে লাইমলাইট কি তার কাছে মূল্যবান নয়? অজয়ের স্পষ্ট জবাব, ‘লাইমলাইট নিঃসন্দেহে অ্যাডিক্টিভ। কিন্তু সারা জীবন তো আর সেই লাইমলাইট ধরে রাখা যায় না। তাই আমাকে ইন্ডাস্ট্র্রি থেকে ধাক্কা মেরে বের করে দেয়ার আগে নিজেই বেরিয়ে যাবো।’