মল্লিকা শেরাওয়াতকে বলা হয় বিতর্কের রানী। বলিউড ইন্ডাস্ট্রির সিরিয়াল কিসার নারী হিসেবেও মল্লিকা পরিচিত। নিজের দ্বিতীয় সিনেমা ‘খোয়াইশ’ এ ১৭টি চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলেন। এরপর তিনি অনেক ছবিতে অভিনয় করেছেন ও বিতর্কিত হয়েছেন। শুধু অভিনয় করেই নয়, নানা কাণ্ড ঘটিয়ে কিংবা কোনো বিষয়ে মন্তব্য করেও হয়েছেন আলোচিত সমালোচিত।
নতুন খবর হলো ১০ বছর বিরতির পর মল্লিকা শেরাওয়াত তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘পামবাত্তাম’। পরিচালনা করবেন ভাদিভুদাইয়ান। হরর-কমেডি ঘরনার এই ছবিতে মল্লিকা রাণীর চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে অভিনয়ের জন্য নাকি বেশ বড় অংকের পারিশ্রমিকও নিচ্ছেন এই অভিনেত্রী।
ছবিটা নির্মিত হবে তামিল, তেলুগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। তবে এখনো সিনেমার প্রযোজক নায়ক নায়িকার নাম ঘোষণা করেননি। ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করবেন জনপ্রিয় সুরকার অমরীশ, কোরিওগ্রাফি করছেন সুরেশ আর সম্পাদনায় হরিশ। ছবিটির প্রয়োজক পাজানিভেল। দক্ষিণী ছবিতে আগেও অভিনয় করেছেন মল্লিকা। কমল হাসানের ‘দশবাতরম’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করলেও, তা দর্শক আজও মনে রেখেছে। সিম্বুর সঙ্গে মল্লিকার ‘কালাসালা’ লোকগীতিও সুপারহিট। দক্ষিণের সঙ্গীতপ্রেমীদের কাছে এটা আজও বড় ভালো লাগার গান।