হায়দরাবাদের রেশ এখনও দগদগে। তার মধ্যেই যোগীর রাজ্যে কিশোরীকে ধর্ষণ করে জীবিত পুড়িয়ে মেরে ফেলা হল। অভিযোগ, উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে জ্বালিয়ে দিয়েছিল প্রতিবেশী। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শেষরক্ষা হল না। ৯ দিন টানা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার স্বীকার করল নির্যাতিতা নাবালিকা।
পুলিশ সূত্রে খবর, গত ২১ নভেম্বর সাম্ভালের নাখাসা থানার অন্তর্গত এলাকায় ঘটে এই নির্মম অপরাধের ঘটনা। এএসপি অলোক জয়সওয়াল জানান, অভিযুক্ত ৩০ বছরের জিশানকে গ্রেপ্তার করা হয়েছে। মা ও বোনের সঙ্গে থাকত মেয়েটি। কয়েক বছর আগে তার বাবা মারা গিয়েছেন। ওই এলাকাতেই থাকত জিশান। মা ও বোন ওষুধ কিনতে বাজার যাওয়ায় মেয়েটি বাড়িতে একা ছিল। সেই সুযোগ নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে জিশান। তারপর ধর্ষণ করে কিশোরীকে।
পুলিশকে দেওয়া মেয়েটির মায়ের বয়ান, তিনি বাড়ি ফিরে দেখেন তাঁর কন্যাকে জিশান ধর্ষণ করছে। মেয়েটির মা বাধা দেওয়ার চেষ্টা করলে ক্ষেপে গিয়ে কেরোসিনের একটি জার থেকে মেয়েটির গায়ে পুরোটা কেরোসিন ঢেলে দেয় জিশান। তারপর আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ এই মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে বলে আশ্বাস দিয়েছে। আর্থিক সাহায্য দেওয়া হবে মৃতার পরিবারকে।
