ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীকে যৌন অত্যাচার করে খুন করা হল। আমেরিকার শিকাগো শহরে নৃশংসভাবে খুন করা হল। ১৯ বছরের মেয়েটির ওপর প্রথমে যৌন নির্যাতন চালানো হয়। প্রমাণ লোপাটের জন্য তারপর শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের ওই তরুণী তাঁর পরিবারের সঙ্গে আমেরিকায় থাকতেন। ইউনিভার্সিটি অফ ইলিনয়ের ছাত্রী ছিলেন। গত শনিবার ইউনিভার্সিটি ক্যাম্পাসের গ্যারাজে তাঁর গাড়ির পেছনের আসনে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। তার অনেক আগে থেকে ওই তরুণীর সঙ্গে ফোন যোগাযোগ করতে না পেরে তাঁর পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছিল।
আরও জানা গিয়েছে, ২৬ বছরের ডোনাল্ড থারমান ওই তরুণীকে ধর্ষণ করে খুন করে। পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে সে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বেশ কিছুক্ষণ ধরেই মেয়েটিকে অনুসরণ করছিল ডোনাল্ড। তারপর গাড়ির মধ্যে ঢুকিয়ে ধর্ষণ করে খুন করা হয়।
