মুখে সন্ত্রাস পাক–মাটি থেকে উপড়ে ফেলার কথা প্রধানমন্ত্রী ইমরান খান বললেও বাস্তব কিন্তু তা বলছে না। কারণ এখনও স্বমহিমায় রয়েছে হাফিজ সৈয়দ। সন্ত্রাসবাদীদের আর্থিক সহায়তার অভিযোগে চলতি বছরের গোড়ায় গ্রেপ্তার হওয়া সত্ত্বেও নিষিদ্ধ জামাত–উদ–দাওয়া সংগঠনের কাজ স্বাভাবিকভাবেই চালিয়ে যাচ্ছে লস্কর–ই–তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দ। পাকিস্তানের বিচারব্যবস্থা এবং রাজনৈতিক ক্ষেত্রে তার প্রতিপত্তি বাড়ছে।
জানা গিয়েছে, বন্দি অবস্থাতেও পাক রাজনীতিতে তাঁর প্রভাব দেখা গিয়েছে। গত সেপ্টেম্বর মাসে মানসিক ভারসাম্যহীন সালাহুদ্দিন আয়ুবির পুলিশ হেপাজতে থাকাকালীন মৃত্যু হয়। আয়ুবির বাবা মহম্মদ আফজল জানান, সৈয়দ বিষয়টিতে হস্তক্ষেপ করে একটি চুক্তি তৈরি করার পরে তিনি ছেলের হত্যার দায়ে অভিযুক্ত তিন পুলিশ কর্মীকে ক্ষমা করে দিয়েছেন।
মহম্মদ আফজল জানান, পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরেই জামাত–উদ–দাওয়া প্রধানের থেকে তিনি চিঠি পান। আমাকে কারাগারে নিয়ে যাওয়া হয় যেখানে হাফিজ সাহেব আমার সামনে দুটি প্রস্তাব দেন। পুলিশকর্মীদের এখন শাস্তি পেতে দেওয়া অথবা সবকিছু আল্লাহর হাতে সঁপে দেওয়া। তখনই সিদ্ধান্ত নিলাম ওই পুলিশকর্মীদের ক্ষমা করব। গোটা দেশে এভাবেই প্রভাব বিস্তার করছেন সৈয়দ। পাশ্চাত্য শক্তির হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁর নির্দেশে লস্কর এবং জামাত তহবিল ও নয়া সদস্য সংগ্রহের উদ্দেশ্যে সক্রিয় পদক্ষেপ করে চলেছে।