২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার হিউস্টনে আয়োজিত হয়েছিল মেগা ইভেন্ট হাউডি মোদী। গোটা দুনিয়ার সামনে প্রদর্শিত হয়েছিল নরেন্দ্র মোদী–ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের জয়গান। এবার হাউডি মোদীর পালটা কেম ছো ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে সূত্রের খবর। ফেব্রুয়ারি মাসেই প্রথমবার ভারতে আসার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁকে স্বাগত জানানোর জন্যেই হাউডি মোদীর ধাঁচে আয়োজিত হতে পারে কেম ছো, মিস্টার প্রেসিডেন্ট।
রাজধানী দিল্লি ছাড়া আরও এক শহরে যেতে পারেন ট্রাম্প। খুব সম্ভবত আহমেদাবাদ শহরে। সেখানেই আয়োজিত হতে পারে এই অনুষ্ঠান। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানা যায়নি। গুজরাটি বংশোদ্ভূত আমেরিকানরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের একটা বড় ভোট ব্যাংক আছে। ভারতে হাউডি ট্রাম্প জাতীয় অনুষ্ঠান আয়োজিত হলে আগামী নির্বাচনে লাভ হতে পারে প্রেসিডেন্টের। তাই এই আয়োজন।
এই সফরে এসে মোদীর সঙ্গে স্বল্পমেয়াদী একটি চুক্তি সই করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ভিত্তিতে ভারতের বাজারে বেশি করে প্রভাব বিস্তার করতে পারবে মার্কিনি সংস্থাগুলি। এছাড়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়েও আলোচনা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।