জেলা রাজ্য

হলুদ বৃষ্টিতে আতঙ্ক ছড়াল!‌

মাঝেমধ্যেই হলুদ বৃষ্টি!‌‌ আতঙ্কিত বাগনানের বাসিন্দারা। প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সেই বৃষ্টির নমুনা সংগ্রহ করে পরিবেশ দপ্তরে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করেছেন। বাগনান–১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত পাতিনান, কাজিপাড়া, মণ্ডলপাড়া, সাবসিট, শিটপাড়া, মাইতিপাড়া প্রভৃতি এলাকার বাসিন্দারা এই হলুদ রঙের বৃষ্টির সাক্ষী থাকেন।
জামাকাপড় প্রভৃতিতে হলুদ রঙের ছোট ছোট ছিটে পড়ে থাকতে দেখা যায়। যা প্রথমে তরল আকারে থাকলেও পরে এই পদার্থ শুকিয়ে গিয়ে গুঁড়ো হলুদের মতো হয়ে যাচ্ছে। প্রথমে বিষয়টিকে এলাকাবাসীরা ততটা গুরুত্ব না দিলেও শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। গুজবে এলাকার মানুষ খোলা জায়গায় রান্না করাও বন্ধ করে দিয়েছেন।
বাগনান–১ বিডিও সত্যজিৎ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে ওই অজানা পদার্থের নমুনা সংগ্রহের ব্যবস্থা করেন। হলুদ রঙের ওই অজানা পদার্থটির নমুনা সংগ্রহ করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিডিও সত্যজিৎ বিশ্বাস।