বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্টফোনে এক মিনিটে করোনা পরীক্ষা!

এক মিনিটেই স্মার্টফোনের মাধ্যমে শনাক্ত করা যাবে করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছে, স্মার্টফোনের স্ক্রিনের ওপর হাঁচি কাশি দেয়ার এক মিনিটের মধ্যেই তা শনাক্ত করা সম্ভব। আগামী তিন মাসের মধ্যেই গবেষক দলটি এই প্রযুক্তি আনার কথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার এবং প্রকল্পের প্রধান অধ্যাপক মাসউদ তাবিব-আজর জানান, মশা থেকে ছড়ানো জিকা ভাইরাস শনাক্ত করার জন্য এক বছর আগে এই প্রকল্পটি নিয়ে কাজ শুরু করা হয়েছে। তবে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এখন তা কোভিড-১৯ আক্রান্তদের শনাক্ত করার জন্য কাজ করা হচ্ছে।

তিনি আরো জানান, করোনাভাইরাস শনাক্ত করার জন্য এক ধরনের সস্তা সেন্সর ব্যবহার করা হবে। যার মূল্য আনুমানিক ৪৫ ইউরো হতে পারে। এই সেন্সরটি পুনরায় ব্যবহারযোগ্য।

তিনি বলেন, ‘এক্ষেত্রে ব্যবহারকারীদের কেবল তার ফোনের চার্জিং পোর্টে সেন্সরটি প্লাগ করতে হবে এবং সহায়ক অ্যাপ্লিকেশনটি চালু করতে হবে। এরপর সেন্সরের ওপর লালার একটি মাইক্রোস্কোপিক কণা রাখলেই তা এক মিনিটে করোনা শনাক্ত করতে সক্ষম হবে।’

জানা গেছে, আগামী জুলাই মাসে এই ডিভাইসটির চার সপ্তাহের ক্লিনিক্যাল পরীক্ষা শেষে আগস্ট মাসে ব্যবহারের জন্য বাজারে ছাড়া হতে পারে।