মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হবে। একইসঙ্গে জানিয়েছিলেন ফ্লু–এর লক্ষণ নিয়ে কোনও রোগী হাসপাতালে এলে তাঁকে যেন ফিরিয়ে দেওয়া না হয়। এই ঘোষণার পরই ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ফ্লু–এর লক্ষণ নিয়ে ভর্তি হলেন এক ব্যক্তি।
কলকাতায় সরকারি আমলার ছেলের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পরই সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য আরও আঁটসাঁট ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কলকাতা থেকে জেলা, যুদ্ধকালীন তৎপরতায় চলছে পরিস্থিতির মোকাবিলা। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক বসছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। কারণ ৩৩ বছরের এই রোগী কেরলের বাসিন্দা। কলকাতায় থাকেন কর্মসূত্রে। কয়েক সপ্তাহ আগেই কেরল থেকে শহরে এসেছেন। শ্বাসকষ্ট হওয়া এবং জ্বর থাকায় হাসপাতালে আসেন তিনি।
বেসরকারি হাসপাতালের মেডিকেল সুপার আরাফাত ফয়জল জানান, ‘যদিও কোনও করোনা আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শে এই ব্যক্তি আসেননি। তবুও প্রোটোকল মেনে ওঁকে আমরা আইসোলেশনে রেখেছি। সোয়াব নমুনাও পাঠানো হয়েছে।’