বিনোদন

স্বস্তিকার ক্ষোভ

লকডাউনে চলাকালে নতুন কর্মসূচি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিতে তিনি রোববার রাতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি হতবাক ও ক্ষুব্ধ। তিনি টুইটারে লেখেন, ‘দেশবাসীকে একত্রিত হয়ে করোনামুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু যাদের বাঁচবার সামান্য রসদটুকুও নেই তারা কী করেই বা মোবাইলের আলো জ্বালবে? মোমবাতি জ্বালবে। ও.. যৌনকর্মীদের বেঁচে থাকার জন্য শুধু সেক্সটাই তো প্রয়োজন।’সঙ্গে টুইটারে পতিতালয়ের একটি বাস্তব দৃশ্য স্বস্তিকা তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, যৌনকর্মীদের বের করে দেওয়া হয়েছে বাড়ি থেকে। লকডাউনে সন্তান-সন্ততি নিয়ে তাদের ভরসা বলতে শুধু ১০০ ফুট একটা জায়গা। যেখানে শুধুমাত্র রয়েছে একটা বেঞ্চ। ওটাতেই দিন-রাত পালা করে বাচ্চাদের নিয়ে তারা ঘুমুচ্ছেন। যদিও ছবিটা ৩১ মার্চের।

এই ছবিটিকেই শুক্রবার শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘দেশবাসীকে একজোট হয়ে করোনা মোকাবিলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু যাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে জল, খাবার, রেশন, টাকা না পেয়ে, মোমবাতি জ্বালিয়ে তাদের কাছ থেকে আমরা সংঘতি-ঐক্যবদ্ধ হওয়ার বার্তা আশা করব?’পাশাপাশি প্রান্তিক ওই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে মোদির উদ্দেশে খানিক ব্যঙ্গাত্মক সুরেই বললেন, ‘ওহ! যৌনকর্মীদের তো বেঁচে থাকার জন্য শুধু যৌনতারই প্রয়োজন তাই না!’

প্রসঙ্গত, দুদিন আগেই ভিন্ন রাজ্যের শ্রমিকদের নিয়ে স্বস্তিকা সরব হয়েছিলেন। তাদের উপর নির্বিচারে রাস্তায় বসিয়ে জীবাণুনাশক স্প্রে ছড়ানোয় যোগী আদিত্যনাথ সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। দেশের দুস্থ মানুষেরা যে আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, অভিনেত্রী সেই উদ্বেগও প্রকাশ করেছিলেন। এবার যৌনকর্মীদের অভাব-অসুবিধে সমস্যা নিয়ে স্বস্তিকা সরব হলেন।