এবার পর্দায় আসতে চলেছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী! ছবিটির পরিচালনা করবেন এই সময়ের আরেক মেধাবী অভিনেতা ও নির্মাতা পরমব্রত চ্যাটার্জী। শুধু তাই নয়, ছবিটি পরিচালনার পাশাপাশি সৌমিত্র’র তরুণ বয়সের চরিত্রেও পরমব্রত অভিনয় করবেন।
কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিষেক হয়েছিল। তবে তার বায়োপিকে তার ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন ছাড়াও আরো বেশ কিছু দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন পরমব্রত। অভিনয় জীবনে সৌমিত্রের অর্জনের শেষ নেই। পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, দাদা সাহেব ফালকে, ফ্র্যান্স সরকারের ‘নাইট অফ দ্য লেজিওন অফ অনার’সহ অসংখ্য সম্মানজনক পুরস্কার তিনি পেয়েছেন।